গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেল সপারের কার্যালয়
মুন্সীগঞ্জ জেলা কারাগার
পত্রনং-৫৮.০৪.৫৯০০.০৮৮.০৪.০০১.২১-২৭০৫ তারিখ:২৬/০৯/২০২১
প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি
এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারা অধিদপ্তরের পত্র নং-৫৮.০৪.০০০০.০৩২.০৬.০০১.২১-৬২৬ তারিখ:১৬/০৯/২০২১ মোতাবেক মুন্সীগঞ্জ জেলা কারাগারের সংযোগ সড়কের উভয় পাশের ৪৩(তেতাল্লিশটি) টি বিভিন্ন প্রজাতির গাছ বিক্রয়ের জন্য আগামী ০৭/১০/২০২১ তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১:০০ টায় প্রকাশ্য নিলাম ডাক কারাগারের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হবে। গাছ ক্রয়ে আগ্রহী প্রকৃত কাঠ ব্যবসায়ী /বৈধ স‘মিলের মালিক/ফার্ণিচার ব্যবসায়ী এবং সর্বসাঘারণের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নিলাম ডাক আহ্বান করা যাচ্ছে।
শর্তাবলী
১। নিলামে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি সাদা কাগজে /ব্যবসায়িক প্যাডে জেল সুপার, জেলা কারাগার ,মুন্সীগঞ্জ বরাবরে ০৭/১০/২০২১ তারিখ সকাল ১০:০০ টার মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে বায়নার অর্থ বাবদ ২০,০০০/-(বিশ হাজার টাকা) ও জাতীয় পরিচয় পত্রের ০১(এক) কপি ছায়ালিপি দাখিল করতে হবে।
২। সর্বোচ্চ ডাককারীকে নিলামে কৃতকার্য হিসেবে গণ্য করা হবে।নিলাম ডাকের পর গাছের গুণগত মান সম্পর্কিত বা অন্য কোন ওজর আপত্তি গ্রহণযোগ্য হবেনা।
৩। নিলামে অংশগ্রহণকারী ব্যক্তির সর্বোচচ ডাক কতৃপক্ষ কতৃক গৃহীত হলে ঐদিন বেলা ১২:৩০ টার মধ্যে নিলামের সমুদয় টাকা পরিশোধ করতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে সমুদয় টাকা পরিশোধে ব্যর্থ হলে বায়নার টাকা বাজেয়াপ্ত করা হবে। বায়নার টাকা সমস্ত গাছ অপসারনের পর ফেরত প্রদান করা হবে।
৪। নিলামকৃত গাছসমূহ সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে অপসারণ করতে হবে।
৫। বিক্রিত গাছের মোট মূল্যের উপর ৫% হারে আয়করও ৭.৫% হারে ভ্যাট প্রদান করতে হবে।
৬। গাছ কর্তনের পর গাছের মূল উৎপাটনের গর্ত মাটি দ্বারা অবশ্যই ভরাট করে দিতে হবে। অন্যথায় বায়নার টাকা বাজেয়াপ্ত করা হবে।
৭। গাছ কর্তনের সময় বৈদ্যুুতিক লাইন /তারের কোন ক্ষতি করা যাবেনা। কোন স্থাপনা /বৈদ্যুতিক তার/ লাইনের ক্ষতি হলে কারা কর্তৃপক্ষ কোন প্রকার দায়ভার বহন করবেনা। নিলামে কৃতকার্য ব্যক্তি /প্রতিষ্ঠান সমস্ত দায়ভার বহন করে যথাযথ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
৮। নিলামকৃত গাছসমূহ সচক্ষে দেখা বা বিস্তারিত জানার জন্য যেকোন কর্মদিবসে বেলা০২:০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি/মোবাইলে যোগাযোগ করা যেতে পারে। মোবাইল নং-০১৭৬৯৯৭০২২০(জেল সুপার), ০১৭৬৯৯৭০২২১(জেলার), ০১৭৭৯৮১৮৭৯৭(হিসাবরক্ষক)।
৯। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন ব্যক্তি/প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডাক বাতিল/গ্রহণ করার ক্ষমতা সংরক্ষণ করেন।
স্বাক্ষরিত/-(২৬/০৯/২০২১)
মো: নুরুন্নবী ভুঁইয়া
জেলসুপার
মুন্সীগঞ্জ জেলা কারাগার